• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২, ২০১৯, ০৪:০২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২, ২০১৯, ০৪:১৪ পিএম

১৫ অক্টোবর থেকে ৭২ ঘণ্টা সিএনজি অটোরিকশা ধর্মঘটের ডাক

১৫ অক্টোবর থেকে ৭২ ঘণ্টা সিএনজি অটোরিকশা ধর্মঘটের ডাক
প্রেসক্লাবে ‘ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ’এর সংবাদ সম্মেলন -ছবি : জাগরণ

৯ দফা দাবিতে ১৫, ১৬ ও ১৭ অক্টোবর ৭২ ঘণ্টার সিএনজি অটোরিকশা ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।

বুধবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ’ এ কর্মসূচির ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. বরকত উল্লাহ ভুলু। পরিচালনা করেন পরিষদের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল। এতে বক্তব্য রাখেন- এটিএম নাজমুল হাসান, মোতালেব হোসেন, মামুনুর রশীদ পিন্টু, আব্দুল করিম, মো. হারুন অর রশীদ, মোশারেফ হোসেন, সিদ্দিকুর রহমান, শাহে আলম, আব্দুল খালেক মজনু, অহিদুজ্জামান, শাহাবাজ খান সাজু, আব্দুল জাব্বার, মো. ইসলাম, মকবুল হোসেন, নুর মোর্শেদ, দেলোয়ার হোসেন, মো. মিঠু, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মালেক, মাহাবুব প্রমুখ।

সংবাদ সম্মেলনে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে, ক) ঢাকা মহানগরীতে চলাচলত ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলার অটোরিকশা এবং অন্যান্য অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল নিষিদ্ধ করতে হবে। খ) প্রাইভেট সিএনজি অটোরিকশার বাণিজ্যিক ব্যবহার বন্ধ করতে হবে গ) সুনির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা না করে নো পার্কিং মামলা ও ডাম্পিং করা যাবে না। ঘ) এসএস স্টিলের গ্রিল বাম্পার রং করার নামে মামলা এবং ভিডিও/গায়েবি মামলাসহ অন্যায়ভাবে কোন রকম মামলা ও রেকারিং করা যাবে না। ঙ) রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনবিহীন সকল মোটরসাইকেল ও প্রাইভেটকার বাণিজ্যিক ব্যবহার বন্ধ করতে হবে। চ) রাইড শেয়ারিং সার্ভিসের সকল চালকদের নির্দিষ্ট পোশাক, পেশাদারী লাইসেন্স বাধ্যতামূলক করতে হবে এবং প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ ও সিলিং সংখ্যা সর্বনিম্ন ও সর্বোচ্চ কত হবে তা নির্ধারণ করতে হবে এবং রাইড শেয়ারিংয়ের গাড়ী চিহ্নিত করার জন্য নির্দিষ্ট রংয়ের স্টিকার লাগানোর ব্যবস্থা করতে হবে। ছ) রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদন প্রাপ্ত গাড়িসমূহের তালিকা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে প্রদান করতে হবে। জ) সেপ্টেম্বর ২০১৫ সালের পর চার (০৪) বার গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে চালকের ব্যয় বৃদ্ধি হওয়ায় ভাড়ার মিটারে প্রথম ২ কি.মি ৮০/- (আশি) টাকা এবং পরবর্তী প্রতি কি.মি. ৩০/- (ত্রিশ) টাকা এবং ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৪/- টাকা এবং মালিকের দৈনিক জমা আনুপাতিক হারে বৃদ্ধি করতে হবে। ঝ) চালক মিটারের ভাড়া বৃদ্ধি ও মালিকের দৈনিক জমা বৃদ্ধি না করা পর্যন্ত মিটার ও জমা সংক্রান্ত কো কোনো মামলা করা যাবে না। ঞ) সরকার নির্ধারিত দৈনিক জমা বাস্তবায়ন করা এবং অন্যায়ভাবে চালিত সিপ্টিং প্রথা বাতিল করতে হবে। ট) শুধুমাত্র সরকার নির্ধারিত ফি’র বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়ন করতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা/রি-টেস্টিং প্রথা বাতিল করে শ্রমিক হয়রানি বন্ধ ও উৎকোচ নেয়া বন্ধ করতে হবে। ঠ) গাড়ি চোর, মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাইকারী, চালক হত্যা বন্ধ করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ড) অটোরিকশাকে শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। ঢ) গ্রাহক সেবায় বিআরটিএ কর্তৃক গড়িমসি ও গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে।

কর্মসূচি : ৬ অক্টোবর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ৭ অক্টোবর হতে ১২ অক্টোবর থানায় থানায় কর্মী সভা ও গণসংযোগ, ১৩ অক্টোবর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মালিক-শ্রমিক সমাবেশ, আগামী ১৫, ১৬ ও ১৭ অক্টোবর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ৩ দিন লাগাতার ৭২ ঘণ্টার সিএনজি অটোরিকশা ধর্মঘট।

টিএস/একেএস

আরও পড়ুন