• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৯, ১১:৩৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৪, ২০১৯, ১১:৫৬ এএম

ফাহাদ হত্যা : ১০ কোটি টাকা ক্ষতিপূরণের রিটের শুনানি মঙ্গলবার

ফাহাদ হত্যা : ১০ কোটি টাকা ক্ষতিপূরণের রিটের শুনানি মঙ্গলবার
আবরার ফাহাদ

আবরার ফাহাদ হত্যার পরিপ্রেক্ষিতে তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চাওয়া রিটের শুনানি আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর)।

সোমবার (১৪ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানির জন্য এই দিন ধার্য করেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফায়েজ। ১৩ অক্টোবর এই রিট দায়ের করা হয়।

রিটে ফাহাদের নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ ফাহাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী শাহিন বাবুর পক্ষে আইনজীবী এ কে এম ফায়েজ এ রিট আবেদন করেন।

আবরার ফাহাদ তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৬ অক্টোবর (রোববার) রাতে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ফাহাদের বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত হিসেবে যাদের নাম এসেছে তারা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। এ ঘটনায় ইতোমধ্যে ১১ জনকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। 

এমএ/একেএস

আরও পড়ুন