• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ০১:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ০১:৫৮ পিএম

মঙ্গলবার থেকে ইবি ভর্তির ফল প্রকাশ

মঙ্গলবার থেকে ইবি ভর্তির ফল প্রকাশ

আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। রোববার (১০ নভেম্বর) অধ্যাপক ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বিয়য়টি নিশ্চিত করেন।

ইবি উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে এক জরুরি মিটিং থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম ত্বোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার লিখিত উত্তরপত্রগুলো নিরীক্ষার কাজ চলছে এবং আগামী মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে ইউনিট ভিত্তিক ফল প্রকাশ করা হবে। ভর্তি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তাদের ফল দেখতে পারবেন। 

এ বছর ৩৪টি বিভাগের ২ হাজার ৩০৫টি আসনের বিপরীতে ৬১ হাজার ৯৪২ জন আবেদনকারীর মধ্যে প্রায় ৯২ শতাংশ ভর্তিচ্ছুক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেএসটি

আরও পড়ুন