• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০, ০৩:০০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৭, ২০২০, ০৩:০০ পিএম

মেননের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

মেননের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে নির্বাচিত ঘোষণার গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৭ জানুয়ারি)  বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারি আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রিট আবেদনকারীর দাবি, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্য গত ১৯ অক্টোবর এক অনুষ্ঠানে বলেছিলেন- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। যেহেতু নির্বাচন হয়নি বলেছেন, তাই আবার নির্বাচন হতে হবে।

এমএ/একেএস