• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০, ০৮:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৭, ২০২০, ০৮:২৭ পিএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন

আপিলে ফিরল ২৬ জনের প্রার্থিতা

আপিলে ফিরল ২৬ জনের প্রার্থিতা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ২৬ জন আপিল করে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। উত্তর-দক্ষিণ মিলে আপিল করেছিলেন মোট ৪৩ প্রার্থী। এর মধ্যে ১৫ জনের আবেদন বাতিল হয়েছে। ২ জনের আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি ইসি। 

শুনানি শেষে মঙ্গলবার (৭ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিভাগীয় কমিশনার সেলিম রেজা।

জানা যায়, ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১ হাজার ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দুই সিটিতে ১৪ মেয়র প্রার্থী ছিলেন। ওই তিন পদে দুই সিটিতে মনোনয়নপত্র তুলেছিলেন ২ হাজার ২৬০ জন। এদের মধ্যে জাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ ৪৬ জনের প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। তবে জাতীয় পার্টির উত্তরের মেয়র প্রার্থী কামরুল ইসলাম প্রার্থিতা ফিরে পাননি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার হবে ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

এইচএস/টিএফ

আরও পড়ুন