• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০, ০৯:০৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২০, ০৯:০৬ পিএম

ধান কাটা হবে মেশিনে

ধান কাটা হবে মেশিনে

যশোর জেলায় চলতি মৌসুমে ১ লাখ সাড়ে ৫৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবার বোরোর ব্যাপক ফলন হয়েছে। কয়েকদিন পরেই এই ধান কাটা শুরু করতে হবে। কিন্তু করোনাভাইরাসের জন্য দেশে চলমান অচলাবস্থার মধ্যে শ্রমিকের সঙ্কট দেখা দিতে পারে।

এমন সঙ্কটের সময়ে কৃষকদের আশার আলো দেখাচ্ছে জেলার কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর কার্যালয় সূত্র জানায়, ধান কাটার জন্য সরকারের তরফ থেকে এ বছর ২৪টি হার্ভেস্টার মেশিনের বরাদ্দ দেয়া হয়েছে।

জেলায় আগের বরাদ্দের আরও বেশ কিছু ধান কাটার মেশিন রয়েছে। মোট ৬২টি হারভেস্টার মেশিন দিয়ে জেলার কৃষকদের সব ধান কেটে দেয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপপরিচালক ড. আকতারুজ্জামান জানান, ধান কাটার জন্য কৃষকদের হারভেস্টার মেশিন দিয়ে সহযোগিতা করা হবে। এক্ষেত্রে মেশিনটি পরিচালনার জন্য তেল খরচ দিয়ে ধান কাটার সুবিধা নিতে পারবেন কৃষক।

সূত্র জানায়, এরপরও প্রয়োজন হলে কৃষি বিভাগের তত্ত্বাবধায়নে করোনা পরীক্ষা সম্পন্ন করে বাইরের জেলা থেকে ধান কাটার জন্য শ্রমিকও আনা হবে।

এসএমএম

আরও পড়ুন