• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১, ২০১৯, ০৩:১৮ পিএম

জাতীয় পার্টির অবস্থান বিষয়ে সিদ্ধান্ত বুধবার 

জাতীয় পার্টির অবস্থান বিষয়ে সিদ্ধান্ত বুধবার 
জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা

 

জাতীয় পার্টি  সরকারি দলের সঙ্গে থাকবে, না বিরোধী দলে যাবে, না কি উভয় দলে থাকবে, সে বিষয়ে বুধবার (০২ জানুয়ারি) সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

মঙ্গলবার (০১ জানুয়ারি) সকালে  রাজধানীর বনানীতে চেয়ারম্যানে কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা
জানান।

রাঙ্গা বলেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে বৈঠক শেষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।   

তিনি বলেন, বুধবার (০২ জানুয়ারি) বেলা এগারোটার সময়  আমরা সভার আয়োজন করেছি।  সভায় আমরা আলোচনা করবো , সামনের দিনগুলোতে আমাদের রাজনৈতিক কর্মসূচি ও কর্মকাণ্ড কী হবে বা কীভাবে আমরা রাজনৈতিকভাবে অগ্রসর হবো। সংসদে আমাদের ভূমিকা কী হবে, আমরা বিরোধী দলে থাকবো না সরকারি দলে থাকবো- না কি সরকারি বা বিরোধী উভয় দলে থাকবো। বিগত দিনের ভুলগুলো শুধরে নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা আওয়ামী লীগের পরই জাতীয় পার্টির অবস্থান। এর আগে, দশম জাতীয় সংসদেও বিরোধী দলে ছিল জাতীয় পার্টি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙল প্রতীকে অংশ নিয়ে ২০টি আসন পেয়েছে জাতীয় পার্টি। 

জাহো/বিএস