• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১, ০২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১১, ২০২১, ০২:৫২ পিএম

তাপসের বিরুদ্ধে বক্তব্য

খোকনের বিরুদ্ধে মামলা

খোকনের বিরুদ্ধে মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দু’টি মামলা করা হয়েছে। 

সোমবার ঢাকার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে কাজী আনিসুর রহমান এবং অ্যাডভোকেট মো. সারওয়ার আলম হাজির হয়ে মামলা দুটি করেন। 

শুনানি শেষে মহানগর হাকিম রাজেশ চৌধুরীর বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

এর আগে সকালে রাজধানীর মানিকনগরে ওয়াটার স্লুইস গেট ও ওয়াটার পাম্প হাউজ পরিদর্শনের সময় সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছিলেন শেখ ফজলে নূর তাপস। 

মেয়র তাপস বলেন, “সাবেক মেয়রের (সাঈদ খোকনের) বক্তব্য মানহানিকর। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সিটি করপোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন ভাবে যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন।”