• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১, ১২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২১, ১২:১৫ পিএম

ভোটকেন্দ্রে লাঞ্ছিত সাংবাদিক

ভোটকেন্দ্রে লাঞ্ছিত সাংবাদিক

সাভার পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে বর্তমান মেয়র আব্দুল গণির ছেলে কামরুল হাসান শাহিনের হাতে লাঞ্ছিত হয়েছেন সাগর ফরাজী নামে এক সংবাদ কর্মী। ফরাজি একটি অনলাইন নিউজ পোর্টালের সাভার প্রতিনিধি।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সাভার ৫ নম্বর ওয়ার্ডের টাঙ্গাইল ক্যাডেট একাডেমির মহিলা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাগর ফরাজী ওই কেন্দ্রে ভিডিওর মাধ্যমে নারী ভোটারদের অভিজ্ঞতা জানতে চান। এ সময় মেয়রপুত্র শাহিন এসে তার ফোন কেড়ে নেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ফোনটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

ওই কেন্দ্রে থাকা কয়েকজন গণমাধ্যমকর্মী জানান, মেয়রপুত্র হুট করে এসে সাগরের ফোনটি কেড়ে নেন। এরপর শুরু করেন গালিগালাজ। পরে একজন পুলিশ কর্মকর্তা এসে শাহিনকে নিয়ে যায় ও সাগরের ফোন ফেরত দিয়ে দেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, “আসলে তেমন কিছু হয়নি। একটু কথা-কাটাকাটি হয়েছে আরকি।” 

এ বিষয়ে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুনীর হোসেন খান বলেন, “আমার কাছে একটি লিখিত অভিযোগ দিলে আমি তদন্ত করে ব্যবস্থা নেব।”