• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১, ০২:২১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৮, ২০২১, ০২:৩২ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতি

জামিন পাননি নাজিম, তদন্তের নির্দেশ

জামিন পাননি নাজিম,  তদন্তের নির্দেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির মামলায় গণভবনের সাবেক কর্মচারী নাজিম উদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট। বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) এ-সংক্রান্ত শুনানি শেষে দুদককে আদেশ দেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

এর আগে এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সহসভাপতি তরিকুল ইসলাম মমিনসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ কামাল উদ্দিন।

মামলার অন্য আসামিরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী নাজিম উদ্দীন, ফাতেমা খাতুন, রুবেল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) এম আব্দুস সালাম আজাদ। তাদের মধ্যে এম আব্দুস সালাম আজাদ পলাতক। বাকি সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার অভিযোগপত্রে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নিয়োগে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করে এই চক্রটি তাদের পছন্দের প্রার্থী বিইউপির সাবেক কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) এম আবদুস সালাম আজাদকে নিয়োগ দিতে চেয়েছিল।