• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০১:০৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ০১:৫৮ পিএম

জুডিশিয়াল সার্ভিস চতুর্থ ব্যাচের কমিটি গঠন

জুডিশিয়াল সার্ভিস চতুর্থ ব্যাচের কমিটি গঠন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) চতুর্থ ব্যাচের কমিটি গঠন করা হয়েছে। ব্যাচের দ্বাদশ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক গেট-টুগেদার অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, উপ-সচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব, উপসচিব (বাজেট) শেখ হুমায়ূন কবির, উপ-সচিব (প্রশাসন-২) এস মোহাম্মদ আলী ও উপসচিব (মতামত) এ কে এম ইমদাদুল হকসহ সিনিয়র সহকারী সচিব পর্যায়ের অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) চতুর্থ ব্যাচের জন্য এস এম মাসুদ পারভেজকে আহবায়ক এবং মোহাম্মদ বদিউজ্জামানকে সদস্য সচিব করে ১৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাসান মো. আরিফুর রহমান, মাহবুব সোবহানী, আলমগীর হোসাইন, মোর্শেদ আল মামুন, ওয়াসিম শেখ, মো. আমিরুল ইসলাম, কাজী মুশফিক মাহবুব রবিন, মো. জিয়াউর রহমান, নাহিদ নিয়াজী।