• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০১:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০২:১৩ পিএম

দুই দিনে হবে আইনজীবী সমিতির নির্বাচন

দুই দিনে হবে আইনজীবী সমিতির নির্বাচন

২দিনে অনুষ্ঠিত হবে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন (২০২১-২২)। ২৪ ফেব্রুয়ারি বুধবার ও ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু জানান, মোট ২৩টি পদে নির্বাচন হবে। ২ টি প্যানেলে ৪৬ জন আইনজীবী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় ১৭ হাজার ৭৫৬ জন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামী লীগের আবদুল বাতেন ও বিএনপির মোঃ মোছলে উদ্দিন (জসিম)।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন বিএনপির খন্দকার মোঃ হযরত আলী  ও আওয়ামী লীগের মোঃ ফিরোজুর রহমান (মন্টু)। 

২৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১১টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে। এবারের নির্বাচনে প্রধান দুটি প্যানেলের মধ্যে রয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল এবং বিএনপি ও তাদের সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল।