• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০২১, ০১:৩৪ পিএম

জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে নয়

জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে নয়

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত জনগণের চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার। এই সময় অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

সোমবার (১২ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, “অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।”

করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে ১৩ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।

আরও পড়ুন