• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০২:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২১, ০২:৩৩ পিএম

ত্রাণ প্রতিমন্ত্রীর সাবেক পিএস গ্রেপ্তার

ত্রাণ প্রতিমন্ত্রীর সাবেক পিএস গ্রেপ্তার

ফুডপান্ডার এক রাইডারকে পিটিয়ে আহত করার অভিযোগে শাহিদুর রহমান সুজন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুজন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস)।

রোববার (১৮ এপ্রিল) সকালে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার শহিদুর রহমান সুজন সাভার পৌর এলাকার ওয়াপদা রোড মহল্লার মালঞ্চ আবাসিক এলাকার একটি বাড়িতে থাকেন।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতে ভুক্তভোগী লতিফ থানায় একটি লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে শনিবার বিকেলে সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ৩১ মার্চ অনিয়মের অভিযোগে ত্রাণপ্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর পদ থেকে সুজনকে অব্যাহতি দেওয়া হয়।