• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ১০:৩৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৯, ২০২১, ১১:৪৪ এএম

এবার লাইভে এসে ক্ষমা চাইলেন নুর

এবার লাইভে এসে ক্ষমা চাইলেন নুর

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিতর্কিত বক্তব্যর জন্য ক্ষমা চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। 

রোববার (১৮ এপ্রিল) রাতে ফেসবুক লাইভ এসে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

ফেসবুক লাইভে নুর বলেন, “আওয়ামী লীগ-ছাত্রলীগের মধ্যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। সে ক্ষেত্রে আমি চাইব না তারা আমার প্রতি ক্ষুব্ধ হোক। ১৬ তারিখে দেওয়া বক্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। আমি ১৭ তারিখ লাইভেও এটা বলেছি, আবারও বলছি। সেদিনের লাইভের বক্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। মানুষ মাত্রই ভুল, তাই আমার ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী।”

এর আগে শুক্রবার ফেসবুক লাইভে এসে নুর বলেছিলেন, যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান নয়।

তার এমন বক্তব্য রোববার শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা তথ্যপ্রযুক্তি আইনে নুরকে একমাত্র আসামি করে একটি মামলা করা হয়। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে মামলাটি করেন।

আরও পড়ুন