• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০৯:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২১, ১২:২০ এএম

পুলিশ-নারী আইনজীবীর বাগবিতণ্ডা, ভিডিও ভাইরাল

পুলিশ-নারী আইনজীবীর বাগবিতণ্ডা, ভিডিও ভাইরাল

আবারও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল হয়েছে। এবার নারী আইনজীবী নার্গিস পারভীন মুক্তির সঙ্গে  বিতর্কে জড়িয়ে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা।

সোমবার (১৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) প্রবেশের সময় মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, গলায় আইডি কার্ড ঝুলানো ওই আইনজীবীকে এক পুলিশ কর্মকর্তা তার পরিচয় দিতে বলছেন। ওই আইনজীবী আইডি কার্ড দেখান। তবুও পুলিশ তাকে মুখে পরিচয় দিতে বলছেন। এসময় ওই নারী আইনজীবী কিছুটা উত্তেজিত হয়ে যান। 

এক পর্যায়ে ওই নারী বলেন, আমি অসুস্থ। সারা রাস্তা কষ্ট করতে করতে আসছি। আমার গলায় আইডি কার্ড দেখেও পুলিশ পরিচয় দিতে বলছে।
 
এসময় আশপাশ থেকে দায়িত্বরত পুলিশ সদস্য ও আইনজীবীরা পরিস্থিতি সামাল দেন। 

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণকৃত ভিডিওটি অনেক আইনজীবী শেয়ার করেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপকের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তার বাগবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।