• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ১০:১২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২১, ১০:১২ পিএম

২১ দিনের রিমান্ডে হেফাজত নেতা রাজী ও আফেন্দি

২১ দিনের রিমান্ডে হেফাজত নেতা রাজী ও আফেন্দি

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ও মঞ্জুরুল ইসলাম আফেন্দির ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তাদের দুইজনকে পাঁচ দিনের রিমান্ড শেষে হাজির করেন। এরপর দুইজনের বিরুদ্ধে মতিঝিল থানার দুই মামলা ও পল্টন থানার এক মামলায় গ্রেপ্তার দেখানোসহ মামলার তদন্ত কর্মকর্তা তিন মামলায় তাদের দশ দিন করে মোট ত্রিশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তিন মামলায় তাদের সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ঘেরাও এবং ঢাকার বিভিন্ন এলাকায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজতের এ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

এর আগে গত ১৪ এপ্রিল বুধবার রাজধানীর লালবাগ এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করে। একই দিন রাত ১০টা ৫০ মিনিটে হাতিরপুলের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে।