• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৩:১২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ০৩:১৬ পিএম

ফের সাত দিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ মাদানী 

ফের সাত দিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ মাদানী 

ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় করা মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) ভার্চুয়াল আদালতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এ সময় মাদানী কারাগারে ছিলেন। তাকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত দেখানো হয়। এরপর আদালত এ মামলায় মাদানীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের আরেক মামলায় ১৫ এপ্রিল রফিকুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন গাজীপুরের আদালত।  

গত ২৫ মার্চ মোদিবিরোধী মিছিলে সংঘর্ষের ঘটনার সময় পুলিশ মাদানীকে আটক করে। এর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়।

৮ এপ্রিল রফিকুল ইসলামের বিরুদ্ধে মো. আদনান শান্তু বাদী হয়ে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।