• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২১, ২০২১, ০১:৪১ এএম
সর্বশেষ আপডেট : জুন ২১, ২০২১, ০১:৪২ এএম

আবরার হত্যা মামলা

সাফাই সাক্ষ্য গ্রহণ ২৭ জুন

সাফাই সাক্ষ্য গ্রহণ ২৭ জুন
আবরার ফাহাদ ● ফাইল ছবি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় প্রায় তিন মাস পর ফের বিচারকাজ শুরু হচ্ছে। আগামী ২৭ ও ২৮ জুন সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। 

রোববার (২০ জুন) ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান  এ দিন ধার্য করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ উপস্থিত ছিলেন।

গত ১৮ এপ্রিল একই আদালতে এ মামলার সাফাই সাক্ষ্যের দিন ধার্য ছিল। কিন্তু করোনাভাইরাস (কোভিড-১৯) লকডাউনের কারণে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত ১৪ মার্চ মামলার ২৫ আসামির মধ্যে কারাগারে থাকা ২২ জন নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।

মামলায় মোট ৪৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

জাগরণ/এসএসকে