• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০১:১৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০১:১৫ পিএম

ময়মনসিংহে সমাবেশ অভিমুখে বিএনপি নেতাকর্মীরা

ময়মনসিংহে সমাবেশ অভিমুখে বিএনপি নেতাকর্মীরা

সকাল ১১টার দিকে ৯ শর্তে অনুমতি মিলেছে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ময়মনসিংহ বিএনপির সমাবেশের। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় নগরীর কৃষ্ণচূড়া চত্বরে এ  সমাবেশ অনুষ্ঠিত হবে। এরইমধ্যে দলটির একাধিক শীর্ষ নেতা ও স্থায়ী কমিটি সদস্য ময়মনসিংহে পৌঁছেছেন। দুপুর নাগাদ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগমগীরেরও ময়মনসিংহে পৌঁছানোর কথা রয়েছে। 

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ‘বিএনপিকে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। তারা সমাবেশ করবে। যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশ (এমএমপি) সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর থাকবে। 
সমাবেশকে ঘিরে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এরইমধ্যে দলে দলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। নেতাকর্মীদের হাতে ব্যানার, ফেস্টুনে খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির দাবি লিখা রয়েছে।

সমাবেশের ব্যাপারে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা এরই মধ্যে সমাবেশের সকল প্রস্তুতি নিয়েছি।
প্রিন্সের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানিয়েছেন, দলের নেতাকর্মীদের ময়মনসিংহ বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। যথাসময়ে দেশনেত্রীর মুক্তির দাবিতে সমাবেশ কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ শুরু হবে। 

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আহাদ আকন্দ জানিয়েছেন, আজকের সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামবে। সেভাবেই সব প্রস্তুতি নেয়া হয়েছে।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ কেন্দ্রীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। 

কেএসটি

আরও পড়ুন