• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০১৮, ০৫:০০ পিএম

গুলশানে সন্ধ্যায় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক

গুলশানে সন্ধ্যায় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক

 

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক বর্জনের পর সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে দুপুরে বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ  নেতা ড. কামাল হোসেন। এরপর তাৎক্ষণিকভাবে ওই বৈঠক বর্জন করে জাতীয় ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঐক্যফ্রন্টের বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে দৈনিক জাগরণকে জানিয়েছেন চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। 

শায়রুল জানান, আজ সন্ধ্যায় ম্যাডামের গুলশান অফিসে ঐক্যফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের পর বিএনপি ও ২০ দলের নেতারাও  বৈঠকে বসবেন। এই বৈঠকটিও গুলশান কার্যালয়ে হবে বলে জানান শায়রুল।

এদিকে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালাতে দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নির্বাচনী প্রচারণা শেষে সন্ধ্যায় ঐক্যফ্রন্টের  বৈঠকে যোগ দেবেন।

টিএস/আরআই