• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৯, ১২:০৯ পিএম

১০ লাখের বেশি স্থায়ী অভিবাসী নেবে কানাডা

১০ লাখের বেশি স্থায়ী অভিবাসী নেবে কানাডা

 

১০ লাখের বেশি স্থায়ী অভিবাসী নেবে কানাডা। যেতে চাইলে তৈরি হতে পারেন! আগামী তিন বছরে ১০ লাখের বেশি স্থায়ী অভিবাসী নেবে বলে ঘোষণা করেছে কানাডার পার্লামেন্ট।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেওয়া হয়।

২০১৭ সালে ২ লাখ ৮৬ হাজার অভিবাসীকে স্থায়ী স্বীকৃতি দেয় উত্তর আমেরিকান এ দেশটি, যা চলতি বছরে সাড়ে তিন লাখে পৌঁছাবে। আর ২০২০ সালে ৩ লাখ ৬০ হাজার ও ২০২১ সালে স্থায়ী স্বীকৃতি দেবে ৩ লাখ ৭০ হাজার অভিবাসীকে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন বলেন, নতুনদের স্বাগতম। কানাডা এমন একটি প্রাণবন্ত দেশ হিসেবে গড়ে উঠছে যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে।

নিজে সোমালিয়ার অধিবাসী হুসেন। তিনি আরও বলেন, কানাডায় বয়স্ক জনসংখ্যা বেড়ে গেছে এবং কমেছে জন্মহার, যা শ্রমশক্তি কমিয়ে দিয়েছে দেশটিতে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সাল থেকে বিশ্বে ৬ কোটি ৮৫ লাখ শরণার্থী রয়েছে। আর কানাডা বৈশ্বিকভাবে এসব শরণার্থীদের ৫৬ লাখ ডলার সহায়তা দেবে।

নতুন অভিবাসীদের ক্ষেত্রে তরুণরা অগ্রাধিকার পাবে। 

বিএস