• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ১০:১৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩০, ২০১৯, ১০:৩৯ এএম

সাকিবের সাজা কমেছে যে ৬ কারণে

সাকিবের সাজা কমেছে যে ৬ কারণে

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৩টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাজা দিয়েছে আইসিসি। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট আকসুর তদন্ত দল সাকিবের বিরুদ্ধে এই ৩টি অভিযোগের প্রমাণ পেয়েছে। তবে তদন্তে সহযোগিতা করায় ২ বছরের নিষেধাজ্ঞার মধ্যে ১ বছরের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।

আকসুর তাদের প্রতিবেদনে সাকিবের সাজা কমার ৬টি কারণের কথা উল্লেখ করেছে। এগুলো হলো-

১. আকসুর তদন্ত সাকিবের স্বেচ্ছায় স্বীকারোক্তি ও সহযোগিতামূলক মনোভাব।

২. অভিযোগের নোটিশ পাওয়ার পর সাকিবের স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি।

৩. আকসুর কাছে সাকিবের অনুশোচনা প্রকাশ ও অনুতপ্ত হওয়া।

৪. তার অতীত রেকর্ড ভালো।

৫. উক্ত অভিযোগগুলোর কারণে সংশ্লিষ্ট ম্যাচগুলোর বাণিজ্যিক মূল্য এবং জনস্বার্থ ব্যহত না হওয়া।

৬. এসব কারণে উক্ত ম্যাচগুলোর ফলাফলে কোনও প্রভাব না পড়া।

এসএমএম

আরও পড়ুন