• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩, ২০১৯, ০৮:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩, ২০১৯, ০৮:৩০ পিএম

নেত্রকোনায় ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

নেত্রকোনায় ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক আইন উদ্দিন  ছবি : জাগরণ

নেত্রকোনার বারহাট্টার হাজীগঞ্জ উচ্চবিদ্যালয়ের একাধিক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আইন উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) সকালে নবম শ্রেণির এক ছাত্রী বাদী হয়ে বারহাট্টা থানায় ধর্ষণচেষ্টার মামলা করার পর পুলিশ দুপুরে তাকে নেত্রকোনা শহরের বিএডিসি ফার্ম এলাকা থেকে গ্রেফতার করে।

এর আগে গত ১০ জুন বারহাট্টা থানায় প্রধান শিক্ষক আইন উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা করে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম মামলার বরাত দিয়ে জানান, গত ২৮ ফেব্রুয়ারি স্কুল চলাকালে আইন উদ্দিন তার অফিসকক্ষে নবম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তার অফিসকক্ষের বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই ছাত্রীও থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করে।

অষ্টম শ্রেণির ছাত্রীর মামলায় আইন উদ্দিন হাইকোর্ট থেকে ৩০ জুন নাগাদ জামিনে ছিলেন তিনি। বুধবার থানায় নবম শ্রেণির ছাত্রী ধর্ষণচেষ্টার মামলাটি দায়ের করলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এনআই

আরও পড়ুন