• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৩, ২০১৯, ০১:২৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৩, ২০১৯, ০১:৩০ পিএম

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৌলাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ছেলে মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে বৌলাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত মিরাজ আলীর ছেলে হারিদুল (৪৫) ও হারিদুলের ছেলে তারা মিয়া (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডিঙি নৌকা নিয়ে হারিদুল তার ১০ বছরের ছেলে তারা মিয়াকে নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই দু’জনেই মৃত্যু হয়। পরে স্থানীয়রা পানি থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য শাহাব উদ্দিন বলেন, বাবা-ছেলে মিলে গ্রামের পাশের বৌলাই নদীতে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে নিহতের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয় সেজন্য আমি চেষ্টা করছি।

তাহিপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আরিফ রব্বানী বলেন, সকালের দিকে বাবা-ছেলে নদীতে মাছ ধরতে যায়। পরে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে। দুপুর ২টায় জানাজা শেষে মরদেহ দাফন করা হবে।

একেএস
    

 

আরও পড়ুন