• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ১২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২২, ২০১৯, ১২:৫৯ পিএম

সাভারে কবিরাজের পানি খেয়ে ২ জনের মৃত্যু

সাভারে কবিরাজের পানি খেয়ে ২ জনের মৃত্যু

সাভারের কবিরাজের পড়া পানি খেয়ে করে জাকির হোসেন (৫০) ও রাশেদুল ইসলাম (৩৫) দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত কবিরাজ ওহাবকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। 

সোমবার (২২ জুলাই) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

পুলিশ, শনিবার (২০ জুলাই) সকালে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের আলী নগর এলাকায় ওহাব কবিরাজের বাড়িতে চার ব্যক্তি আসে। পরে কবিরাজের দেওয়া পড়া পানি খেয়ে চার জন্য অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তাদের মধ্যে দুই ব্যক্তির মৃত্যু হয়। আরো দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে রয়েছে। পরে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই কবিরাজকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। 

এ ঘটনায় সাভার মডেল থানায়একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

কেএসটি

আরও পড়ুন