• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৬, ২০১৯, ০৪:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৬, ২০১৯, ০৪:৫৪ পিএম

ইউপি নির্বাচন ২০১৯

বিজয়ী হলেন যারা...

বিজয়ী হলেন যারা...

বৃহস্পতিবার (২৫ জুলাই) দেশের বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধার‌ণ ও উপ-নির্বাচন হয়েছে। এ নির্বাচনে বেশিরভাগই নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এরপর রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

রাজশাহী 

পুঠিয়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আশরাফ খান নৌকা প্রতীকে ৫ হাজার ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৪৬ ভোট।

পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মোসাম্মৎ হোসনে আরা নৌকা প্রতীকে ১১ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৪ হাজার ৫৭৮ ভোট। 

তানোরের কলমা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মাইনুল ইসলাম স্বপন নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৫ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া 

সদর সুলতানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের শেখ ওমর ফারুক নৌকা প্রতীকে ৫ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আনারস প্রতীকের শেখ মোহাম্মদ মহসীন পেয়েছেন ৫ হাজার ২২৬ ভোট।

কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের ছাইদুর রহমান স্বপন নৌকা প্রতীকে ১৪ হাজার ৮৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আবদুল কাদির আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৪০ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ 

দেবীনগর ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগে আবদুর রহিম বিশ্বাস নৌকা প্রতীকে ৬ হাজার ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আ ক ম সাহেদুল আলম বিশ্বাস আনারস প্রতীকে পেয়েছেন  ৪ হাজার ৮৮৭ ভোট।

সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে ৮০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ।

শিবগঞ্জ উপজেলায় চককীর্তি ইউনিয়ন পরিষদের ৬নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রেখামুন নেসা।

ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউপির ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন দেবীনগরের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

নওগাঁ 

২নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোহাম্মদ ইদ্রিস আলী তালা মার্কা প্রতীক নিয়ে ৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজ্জাক প্রামাণিক মোরগ মার্কা প্রতীকে পেয়েছেন ৪৪৬ ভোট। 

বান্দরবান 

সদর ইউনিয়নে নৌকা প্রতীকে ৩ হাজার ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নাছির উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী বিএনপি সমর্থিত আনারস প্রতীকে ইউনুছ মিয়া পেয়েছেন ২১৩৯ ভোট।

৩নং নয়াপাড়া ইউনিয়নের ১,২,৩ নং সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে ৩২৩ ভোট পেয়ে সূর্যমুখী প্রতীকে বিজয়ী হয়েছেন মঞ্জুরানী চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমুদিনী চাকমা (জিরাপ প্রতীক) পেয়েছেন ২২১ ভোট।

বগুড়া 

রামেশ্বরপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌসেকেন্দার আলী নৌকা প্রতীকে ৭ হাজার ৬১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা আবদুল ওহাব মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন৩ হাজার ৮১২ ভোট।

রায়নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিউল ইসলাম শাফি টেবিল ফ্যান প্রতীকে ৫ হাজার ৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী সানাউল মিল্লাত আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩১৮ ভোট।

শাখারিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামরুল হুদা উজ্জ্বল আনারস প্রতীকে ৫ হাজার ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এনামুল হক নৌকা প্রতীকে  পেয়েছেন ৩ হাজার ১২৬ ভোট।

চুয়াডাঙ্গা 

চিৎলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিএনপির আবদুস ছালাম বিপ্লব মোটর সাইকেল প্রতীকে ৫ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সারোয়ার চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯২ ভোট।

চুনারুঘাট (হবিগঞ্জ)

হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাউছার আহমেদ ৩ হাজার ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে  মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ২ হাজার ৮০০ ভোট।

ময়মনসিংহ 

৬নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে  স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন বাদল চশমা প্রতীকে ৬ হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক পেয়েছেন মোটরসাইকেল প্রতীকেব ৪ হাজার ১৮৬ ভোট। 

৯নং এনায়েতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উপ নির্বাচনে আবদুস ছামাদ ফুটবল প্রতীকে ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জুয়েল মিয়া চন্দন তালা প্রতীকে পেয়েছেন ৫৮৫ ভোট। 

সুনামগঞ্জ 

জামালগঞ্জ উপজেলার সাচান ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪হাজার ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নূরুল হক আফেন্দী। তার নিকটতম প্রতিদ্বন্দি মাসুক মিয়া পেয়েছেন ৩ হাজার ৯৩ ভোট।

বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের উপ-নির্বাচনে  আওয়ামীলীগ প্রার্থী হযরত আলী সুহেল নৌকা প্রতীকে ৬ হাজার ৬৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি মনিরুজ্জামান আবু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪হাজার ১৩৫ ভোট।

পলাশ ইউনিয়নের ১নং ওয়ার্ডে উপ-নির্বাচনে তালা প্রতীকে ৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মনির

হোসেন। তার নিকটতম প্রতিদ্ধন্দি মোস্তাক আহমেদ পেয়েছেন মোরগ প্রতীকে ৫৪৩ ভোট। 

ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীর পাড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান ৭ হাজার ১৪৭ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলে রাব্বী রুবেল নৌকা প্রতীকে পেয়েছেন ৩৮৫১।

এসএমএম

আরও পড়ুন