• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০১৯, ০৯:৪০ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০১৯, ০৯:৪০ এএম

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিন জন ডাকাত ও একজন মাদক ব্যবসায়ী ছিলেন। এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ সাত পুলিশ সদস্য আহত হন। শনিবার (৩ আগস্ট) ভোররাতে নূরউল্লাহ পাহাড় ঘোনা এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।

নিহত ডাকাতরা হলেন- ইমরান মোল্লা (২৭), আইয়ুব (৩৫), জোনায়েদ (৩২) ও মাদক ব্যবসায়ী মেহেদি হাসান (৩২)। 

পুলিশ জানায়, টেকনাফে নূরউল্লাহ পাহাড় এলাকায় একাধিক মামলার আসামি ডাকাত আব্দুল হাকিম তার দল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদে সেখানে অভিযান চালায় পুলিশ। 

ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চারজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘বন্দুকযুদ্ধে’ অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ানসহ সাত পুলিশ সদস্য আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে সাতটি দেশীয় অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও ৫টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

কেএসটি

আরও পড়ুন