• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৮, ২০১৯, ১১:০০ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৮, ২০১৯, ১১:০১ এএম

ডেঙ্গু সম্পর্কে কতিপয় সতর্কতামূলক পরামর্শ

ডেঙ্গু সম্পর্কে কতিপয় সতর্কতামূলক পরামর্শ
রোগীদের নিয়ে স্বজনরাও উদ্বিগ্ন- ছবি : জাগরণ

ঈদে রাজধানী ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন শহর হতে ঘরমুখি মানুষের জন্য সরকারিভাবে ডেঙ্গু সম্পর্কে কতিপয় সতর্কতামূলক পরামর্শ দেয়া হয়েছে। ডেঙ্গু থেকে রেহাই পেতে এ পরামর্শ দেয়া হয়।

বুধবার (৭ আগস্ট) সরকারি এক তথ্য বিবরণীতে ঈদে বাড়ি যাওয়ার সময় বাসার সকল কক্ষের দরজা-জানালা ভালভাবে বন্ধ করার পাশাপাশি বাসার টয়লেটের কমোড ঢেকে রাখা, বাথরুম/টয়লেটের জানালা বন্ধ করা এবং বালতি, বদনা ও ড্রাম খালি অবস্থায় উল্টো করে রেখে যাওয়ার পরামর্শ দেয়া হযেছে।

এছাড়াও এতে বলা হয়, বারান্দায়/ছাদে ফুলের টব বা এমন কোনও পাত্র রাখা যাবে না যেখানে বৃষ্টির পানি জমতে পারে।

পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে লুকিয়ে থাকে এডিস মশা এ কথা উল্লেখ করে এসব জায়গায় অ্যারোসল স্প্রে করা এবং ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখারও পরামর্শ দেয়া হয়েছে।

রান্নাঘরে কোথাও যেন পানি জমে না থাকে তা খেয়াল করে দেখা, যাওয়ার আগে ঘরের মেঝে, বারান্দা ও বাথরুম পরিষ্কার ও অ্যারোসল স্প্রে করা, অব্যবহৃত বোতল/ কন্টেইনারসহ অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়া এবং অফিস, আঙ্গিনা এবং কর্মস্থলেও অনুরূপ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এসএমএম

আরও পড়ুন