• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ০৮:৫৯ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৯, ২০১৯, ০৮:৫৯ এএম

নারিকেলের মধ্যে মিলল মাদকদ্রব্য

নারিকেলের মধ্যে মিলল মাদকদ্রব্য

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ৩ কেজি ৯শ গ্রাম গাঁজা, ৪১ বোতল ফেনসিডিল ও ১৪ পিস ইয়াবাসহ রকি (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

বুধবার (২৮ আগস্ট ) সন্ধ্যায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করে। আটক রকি বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের জামাল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক পাচারকারী রকি ভারত থেকে মাদকের একটি চালান এনে তার নিজ বাড়িতে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রকিকে নারিকেলের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায়  ভারতীয় ৩ কেজি ৯শ গ্রাম গাঁজা, ৪১ বোতল ফেনসিডিল ও ১৪ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, আটক মাদক ব্যবসায়ীকে মাদকসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 

কেএসটি

আরও পড়ুন