• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩১, ২০১৯, ০৫:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০১৯, ০৫:৩৪ পিএম

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ২ জঙ্গি আটক

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ২ জঙ্গি আটক
র‌্যাবের হাতে আটক আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্য-ছবি : জাগরণ

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হচ্ছে- আবু সালেহ ইমু (২২) ও শফিকুল ইসলাম সাইফ (৩১)। তারা ওই জঙ্গি সংগঠনের প্রচার শাখার সদস্য। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, বই ও ভিডিও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন ফারুকী জানান, আনসার আল ইসলামের দুই জঙ্গি বরিশাল থেকে লঞ্চে ঢাকায় আসছে, আমাদের কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল সদরঘাটের লঞ্চ টার্মিনালে অবস্থান নেয়। পরে সদরঘাট টার্মিনালে বরিশাল থেকে আসা ওই দুইজনকে সকাল সাড়ে ৭টার দিকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইচএম/এসএমএম

আরও পড়ুন