• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৯, ১২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩, ২০১৯, ১২:৩২ পিএম

লক্ষ্মীপুরে মধ্যরাতেও ইলিশ ক্রেতাদের ভিড়

লক্ষ্মীপুরে মধ্যরাতেও ইলিশ ক্রেতাদের ভিড়

রাত তখন সাড়ে ১২টা। শুধু পুরুষ নয় নারীদেরও ভিড় দেখা গেছে। প্রতিবেদক একটু এগিয়ে গেলে দেখে ইলিশ মাছ কেনার জন্য ভিড় জমিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বলছি লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহনীর কথা। সেখানে রাতের বেলায় বিক্রি হয় মেঘনার ইলিশ। সন্ধ্যার চেয়ে মধ্যরাতে ক্রেতাদের সমাগম বেশি। ব্যবসায়ীসহ কর্মজীবীরা বাসায় ফেরার সময় কিনছে ইলিশ।

দামের বিষয়ে জানতে চাইলে ক্রেতা রফিকুল ইসলাম দৈনিক জাগরণকে বলেন, গভীর রাত হলেও মাছের দাম একেবারে কম না। এসময় কর্মজীবী মানুষদের উপস্থিতি বেশি থাকায় দাম একটু বেশি। তবে আগের তুলনায় কিছুটা কম।

বিক্রেতা হারুনুর রশিদ দৈনিক জাগরণকে বলেন, এখন পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে। দামও কম। ১টা কেজি ইলিশের দাম ৮শ থেকে ৯শ টাকা, ২টা এক কেজি দাম সাড়ে ৪শ থেকে ৫শ টাকা। ৩টা কেজি হলে ৩শ থেকে সাড়ে ৩শ পড়ে দাম।

কেএসটি


 

আরও পড়ুন