• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৯, ০৪:৫২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০১৯, ০৪:৫২ পিএম

মাগুরায় বাল্যবিবাহ রোধে স্কুলছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

মাগুরায় বাল্যবিবাহ রোধে স্কুলছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ
বাইসাইকেল পাওয়া স্কুলছাত্রীরা  -  ছবি : জাগরণ

বাল্যবিবাহ প্রতিরোধে মাগুরা সদরের ১৩টি ইউনিয়নের ৬৯টি মাধ্যমিক স্কুলের গরিব ও মেধাবী ছাত্রীদের মধ্যে বিনা মূল্যে ৩৭৫টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে মাগুরা শহরের নোমানী ময়দান ও আসাদুজ্জামান মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর  -  ছবি : জাগরণ

জেলা প্রশাসক আলী আকবরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাহাবুবুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ব্যাপক পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আদর্শ নারী হিসেবে গড়ে উঠতে ছাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।’

লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট-এলজিএসপি-৩ এর আওতায় এই বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২৮ লক্ষাধিক টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হলে সদর উপজেলার প্রতিটি গ্রামে একাধিক কিশোরী স্বেচ্ছাসেবক তৈরি হবে। সাইকেলপ্রাপ্ত এসব মেয়ে গ্রামে গ্রামে বাল্যবিবাহ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, ইভ টিজিংসহ আত্মনির্ভরতার সক্ষমতা অর্জনে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবে।

এনআই

আরও পড়ুন