• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০১৯, ০১:২২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৭, ২০১৯, ০১:২২ পিএম

মানিকগঞ্জে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

মানিকগঞ্জে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

মানিকগঞ্জ থেকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়ার পর শুক্রবার রাতে ডেঙ্গু আক্রান্ত ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রুবাইয়া আক্তার মারা গেছে। নিহত রুবাইয়া আক্তার মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুর রশীদের মেয়ে। সে স্থানীয় রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহাম্মেদ বলেন, শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নারগিস আক্তার বলেন, শুক্রবার দুপুর সোয়া একটার দিকে রুবাইয়াকে জেলা হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ পর্যন্ত ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মানিকগঞ্জ থেকে ঢাকায় নেয়ার পর এবং একজন মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। গত ৪ আগস্ট ২৭ দিনের শিশু সন্তান রেখে, মানিকগঞ্জের মমতাজ চক্ষু হাসপাতালের নার্স চামেলী বেগম (২৮) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায়।

মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, জেলায় মোট ১০৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর বর্তমানে জেলা সদর হাসপাতালে ৭২ জন, সিংগাইর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, ঘিওরে ৫ জন এবং সাটুরিয়ায় ৮ জন রোগী ভর্তি রয়েছেন।

কেএসটি

আরও পড়ুন