• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০১৯, ০৫:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৭, ২০১৯, ০৫:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া খুনের মামলায় সাংবাদিক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া খুনের মামলায় সাংবাদিক গ্রেফতার
জোড়া খুনের মামলায় গ্রেফতার সাংবাদিক জহির রায়হান  -  ছবি : জাগরণ

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড় থেকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ‘জি টিভি’র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জহির রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার একটি জোড়া খুন মামলার আসামি।

পুলিশ জানায়, ২০১৮ সালে নবীনগর উপজেলার গৌরনগর গ্রামে একটি জোড়া খুনের মামলায় তিনি গ্রেফতার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া পিবিআইর এসআই এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, জোড়া খুনের ঘটনার আগের দিন সাংবাদিক জহির রায়হানের ঘরে খুনের পরিকল্পনা হয়। জহির ছিলেন এই খুনের মূল পরিকল্পনাকারী। তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এনআই

আরও পড়ুন