• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ০১:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৯, ২০১৯, ০১:৫৪ পিএম

লালমনিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

লালমনিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকার মহাসড়কে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন মিয়া (৩৭) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত মামুন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রাম এলাকার আব্দুর রউফের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মামুনসহ অন্তত ২০ জন বাসের যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

কেএসটি

আরও পড়ুন