• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৬:২৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৬:২৭ পিএম

মাধবপুরে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ফেনসিডিল উদ্ধার

মাধবপুরে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ফেনসিডিল উদ্ধার
মোটরসাইকেলের সিটের নিচ থেকে উদ্ধার করা ভারতীয় ফেনসিডিল  -  ছবি : জাগরণ

মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মোটরসাইকেলের সিটের নিচে করে ভারতীয় ফেনসিডিল পাচারের সময় টহল বিজিবির হাতে দুই ব্যক্তি আটক হয়েছেন।

আটককৃতরা হলেন আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জামাল মিয়া (৪০) ও একই গ্রামের মৃত কাজী ফাইজুর রহমানের ছেলে কাজী শরিফুল ইসলাম ২৬।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধর্মঘর-মোহনপুর রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির নায়েক শহিদুল ইসলামসহ একদল বিজিবি সীমান্ত এলাকা থেকে আসা মোটর সাইকেলের দুই আরোহীকে সন্দেহজনক আটক করে। তাদের বহনকারী মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ৪১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি এর সত্যতা নিশ্চিত করেছেন।

এনআই

আরও পড়ুন