• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৩:৩২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৩:৩২ পিএম

উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক 

উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক 

কক্সবাজারের উখিয়ায় একটি বিদেশি চকচকে পিস্তল ও ম্যাগজিনসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী আটক হয়েছে। রোববার রাতে রোহিঙ্গা ক্যাম্পের পুলিশের বিশেষ টহল দল সাব্বির আহমদ প্রকাশ মজু(২৫) কে আটক করে উখিয়া থানায় সোপর্দ করেছে। তাকে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলহাজতে চালান দেয়া হয়। 

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিয়া উদ্দিন বলেন, আটক রোহিঙ্গা সন্ত্রাসীকে পুলিশের পক্ষ থেকে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। 

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, রোহিঙ্গা ক্যাম্পের পুলিশের বিশেষ টিম নিয়মিত টহল দানকালে রোববার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী ময়না ঘোনা-১১ নং ক্যাম্পের সি ব্লক থেকে উক্ত রোহিঙ্গাকে আটক করা হয়।

উপস্থিত লোকজনের সম্মুখে ঐ রোহিঙ্গার কোমড়ে লুকানো একটি বিদেশি পিস্তল ও একটি বুলেটের ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। ম্যাগজিনের ভিতর দুই রাউন্ড তাজা বুলেটও রয়েছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। 

কেএসটি

আরও পড়ুন