• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৮:৫৫ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৮:৫৭ এএম

শাহজালালে ২ কেজি স্বর্ণের গহনা উদ্ধার

শাহজালালে ২ কেজি স্বর্ণের গহনা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি অভিযানে দুই কেজি স্বর্ণবার ও গহনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিম পৃথক অভিযানে ৭ জন যাত্রীর কাছ থেকে কোটি টাকার ওই স্বর্ণ উদ্ধার করে। ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউস জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক প্রায় ১ কোটি ৬ লাখ টাকার ২.১৩৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়। এর মধ্যে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির মাধ্যমে কোলকাতা থেকে আগত যাত্রী মমতাজ বেগম ও আয়েশা বেগমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে ৯৬৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। এছাড়া অন্যান্য কয়েকটি ফ্লাইটের ৫ জন যাত্রীকে তল্লাশি করে ৮টি স্বর্ণবার (৮৩৪ গ্রাম), ২টি চুড়ি (২৩৪ গ্রাম), ১টি চেইন (১০০ গ্রাম) উদ্ধার করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এইচ এম/টিএফ

আরও পড়ুন