• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৫:২০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৫:২০ পিএম

জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে দু’জনের মৃত্যু

জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে দু’জনের মৃত্যু

জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে দুই জনের মৃত্যু হয়েছে। জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর এলাকার একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে গৃহকর্তাসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের গৃতকর্তা মৃত. আমজাদ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৪), বাঁশখুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক নাইম হোসেন (২২)। আহত হয়েছেন শালাইপুর গ্রামের নূর ইসলামের ছেলে জাকারিয়া হোসেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শালাইপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসেন পার্শ্ববর্তী বাঁশখুর গ্রামের দুই শ্রমিক। প্রথমে  শ্রমিক নাইম সেপটিক ট্যাংকে নামেন। এরপর তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় গৃহকর্তা মোহাম্মদ আলীও সেখানে নামেন। পরে তাদের দুইজনের কারও সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশি জাকারিয়া তাদের খোঁজ করতে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় জাকারিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলে তিনি চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশিরা জাকারিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে। এ সময় নির্মাণাধীন বাথরুমের দেওয়াল কেটে শ্রমিক নাইম ও বাড়িওয়ালা মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। 

জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক খন্দকার সানাউল হক জানান, খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় আহত জাকারিয়াকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। 

পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল আলম জানান, এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পরে সিদ্ধান্ত হলে মৃত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

কেএসটি

আরও পড়ুন