• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৭:০৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৭:০৫ পিএম

দুদকের হাতে গ্রেফতার পবিপ্রবি‍‍`র সেই প্রকৌশলী বরখাস্ত

দুদকের হাতে গ্রেফতার পবিপ্রবি‍‍`র সেই প্রকৌশলী বরখাস্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হওয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুছ শরীফকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পবিপ্রবি'র রেজিস্ট্রার প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস অদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

অফিস আদেশে বলা হয়, দুদকের হাতে আটক হয়ে জেল হাজতে থাকায় পবিপ্রবি'র কর্মচারীর সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধির ৯(৪) ধারা অনুযায়ী অভিযুক্ত প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুমকির পীরতলা বাজার থেকে টেন্ডার জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করে পটুয়াখালীতে অবস্থিত দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম। পরে তাকে আদালতে হাজির করলে বিচারক ওই প্রকৌশলীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। 

পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুস শরীফের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির মাধ্যমে ৫৩ লাখ ৫০ হাজার ৩৯০ টাকা ৭৫ পয়সা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। 

কেএসটি

আরও পড়ুন