• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৭:২২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৭:২২ পিএম

কোচিং শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেফতার

কোচিং শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেফতার

বগুড়ায় কোচিং সেন্টারের এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপশহরের স্নিগ্ধা আবাসিকের ২ নাম্বার রোড এলাকার ক্রিয়েশন হোম কোচিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক কোচিং পরিচালকের নাম আলী আহসান ডিউক (৪৩)। সে শহরের ঝোপগাড়ী এলাকার মৃত হযরত আলীর ছেলে।

ভুক্তভোগী ওই নারী শিক্ষিকা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করেছে পরিচালক আলী আহসান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী অভিভাবক জানান, ক্রিয়েশন কোচিং এর পরিচালকের চরিত্র তেমন ভালো না। সে কোচিং এর ছোট্ট বাচ্চাদেরও বাজেভাবে স্পর্শ করে। 

এছাড়াও অভিযুক্ত ওই পরিচালকের বিরুদ্ধে শিক্ষকদের ঠিকমত বেতন না দেওয়ারও অভিযোগ রয়েছে।

বগুড়া সদর সার্কেলের মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, অভিযুক্ত ক্রিয়েশন হোম কোচিং’র পরিচালক তার সহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। পরে ভুক্তভোগী ওই নারী বিয়ের দাবিতে আলী আহসানের বাড়িতে অবস্থান নেয়। এমন সংবাদ পেয়ে উপশহর ফাঁড়ি পুলিশের টিম রোববার দিবাগত রাতে অভিযুক্ত আলী আহসানকে গ্রেফতার করে।

কেএসটি

আরও পড়ুন