• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ০৪:১৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০১৯, ০৪:১৭ পিএম

শেবাচিমে ডেঙ্গু জ্বরে বৃদ্ধার মৃত্যু

শেবাচিমে ডেঙ্গু জ্বরে বৃদ্ধার মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সৈয়দ বরু (৬০) নামের আরো এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় হাসপাতালের চতুর্থ তলায় ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া বৃদ্ধা পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘ডেঙ্গু আক্রান্ত সৈয়দ বরুকে মুমূর্ষু অবস্থায় সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শেবাচিম হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

এদিকে এ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১০ রোগীর মৃত্যু হয়েছে। আর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৩৬১ জন।

এছাড়া গত দুই মাসে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৪২৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৭ জন, যার মধ্যে পুরুষ ২৯ জন, নারী ২৩ জন এবং শিশু ১৫টি।

এনআই

আরও পড়ুন