• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৪, ২০১৯, ০৫:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৪, ২০১৯, ০৬:৪৭ পিএম

মোংলায় ফিশিং ট্রলারসহ ২৩ ভারতীয় জেলে আটক

মোংলায় ফিশিং ট্রলারসহ ২৩ ভারতীয় জেলে আটক

আবারও বাংলাদেশের জলসীমা থেকে দুটি ফিশিং ট্রলারসহ ২৩ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। তাদের হস্তান্তর করা হয়েছে মোংলা থানায়।

মোংলা থানার ডিউটি অফিসার আমিনুল ইসলাম জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বাংলাদেশের সীমানা থেকে দুটি ট্রলারসহ ২৩ ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। এরপর শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মোংলা থানায় ভারতীয় জেলেদের হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার (৫ অক্টোবর) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

এর আগে অনুপ্রবেশের দায়ে ১ অক্টোবর একটি ফিশিং ট্রলারসহ ১৫ ভারতীয় জেলেকে মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

এনআই

আরও পড়ুন