• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৯, ১১:৪৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০১৯, ১১:৪৭ এএম

পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক গাড়ি 

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নাব্য সংকটের কারণে মুন্সীগঞ্জের লোহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে প্রায় ৪ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। 

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিওটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, টানা ৩ দিন ধরে নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে। তবে বিআইডব্লিওটিএ কবে নাগাদ চ্যানেল ঠিক করবে আমাদের জানা নেই। যার কারণে ঘাট এলাকায় গাড়ির এসে আবার অনেক গাড়ি চলেও যাচ্ছে। এখন প্রায় ৪ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

এদিকে, প্রায় ৮৭টি লঞ্চ ও ৩ শতাধিক সিবোট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

কেএসটি

আরও পড়ুন