• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ১০:১২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ১০:১২ পিএম

শীতলক্ষ্যায় মাঝি নিখোঁজ

শীতলক্ষ্যায় মাঝি নিখোঁজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে মুহাম্মদ আলী (৪০) নামের এক নৌকার মাঝি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মুড়াপাড়া ফেরিঘাটের খেয়াঘাটে নৌকা থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ মুহাম্মদ আলী উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকার আইয়ুব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহাম্মদ আলী দীর্ঘদিন ধরে রূপগঞ্জ-মুড়াপাড়া রূপগঞ্জ খেয়াঘাটে নৌকার মাঝি হিসেবে কাজ করে আসছিলেন।
মুহাম্মদ আলী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রতিদিনের মতো মুহাম্মদ আলী বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খেয়াঘাটে আসেন। ফেরিঘাটের মুড়াপাড়া খেয়াঘাটের নদীর তীরে নৌকায় বসে থাকাকালে মুহাম্মদ আলী মৃগরোগে আক্রান্ত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যান।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একদল ডুবুরি এসে দুপুর ১২টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের পরিচালক ইব্রাহিম আকন্দ জানান, দুপুর ১২টা থেকে ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। শীতলক্ষ্যা নদীতে পানির প্রচুর স্রোত। এ কারণে মুহাম্মদ আলী অন্য কোনো দিকে ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এনআই

আরও পড়ুন