• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৯, ০৮:০০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০১৯, ০৮:০০ পিএম

বকশিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০

বকশিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া বাস  -  ছবি : জাগরণ

জামালপুরের বকশিগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে আহত হয়েছেন ১০ জন যাত্রী। বকশিগঞ্জের বাট্টাজোড় নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কুড়িগ্রাম জেলার বাঞ্জার হাট থানার কুটিপাড়া গ্রামের একই পরিবারের ৩ জন হলেন আব্দুল জলিলের ছেলে জুয়েল রানা (২৫), জুনায়েদ ওরফে বাদশা (৩০) ও আব্দুল জলিলের স্ত্রী মিনি বেগম (৪৫), জামালপুরের শাহজাদপুর এলাকার সুরুজ আলীর মেয়ে নুরুন নাহার (২৬), কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার উজানের চর গ্রামের রফিক (২৭), রৌমারী পৌর এলাকার সোনাউল্লাহর ছেলে আক্তার হোসেন (২৬) ও নামাজের চর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সোলায়মান (৬০), জামালপুরের দেওয়ানগঞ্জের উত্তর রহিমপুর গ্রামের মহির আলীর ছেলে শাকিল মিয়া (২০) ও ঝাউভাঙা গ্রামের কামরুল হকের ছেলে হেলাল উদ্দিন (৩৭) ও টাঙ্গাইলের রফিকুল ইসলাম (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রৌমারীগামী রিয়াদ পরিবহনের বাস বকশিগঞ্জের বাট্টাজোড় নতুন বাজার এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আশপাশের লোকজন এসে উদ্ধার করে বাসের যাত্রীদের। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের বকশিগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

বকশিগঞ্জ থানার ওসি হযরত আলী জানিয়েছেন, বৃষ্টি থাকায় বাসটিকে খাদ থেকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আহতদের বকশিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত নুরুন নাহারকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনআই

আরও পড়ুন