• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৯, ০৫:২২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩, ২০১৯, ০৫:২২ পিএম

পঞ্চগড়ে ধান ক্ষেতে গৃহবধূর গলা কাটা লাশ

পঞ্চগড়ে ধান ক্ষেতে গৃহবধূর গলা কাটা লাশ

পঞ্চগড়ে একটি ধান ক্ষেত থেকে গলা কাটা অবস্থায় কল্পনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে বাড়ির পার্শ্ববর্তী একটি ধান ক্ষেত থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত কল্পনা ওই গ্রামের মনিরের স্ত্রী। তাদের পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ জানায়, সকালে ধান ক্ষেতে কয়েকজন ওই গৃহবধূর গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত কল্পনার ভাই হযরত আলী জানান, পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে কল্পনা স্বামীর বাড়ি থেকে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের কাউয়াখাল গ্রামের বাবা আব্দুল করিমের বাড়িতে যায়। এরপর গত ৬ দিন আগে দুই পরিবারের সমঝোতার মাধ্যমে কল্পনাকে বাড়িতে নিয়ে আসে তার স্বামী মনির ও পরিবারের লোকজন। তার দাবি তার বোন কল্পনাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। 

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাছ আহম্মদ গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে। 

এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামীর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে পঞ্চগড় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএসটি

আরও পড়ুন