• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৯, ০৫:৫১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩, ২০১৯, ০৫:৫১ পিএম

দীর্ঘ ৬ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

দীর্ঘ ৬ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

দীর্ঘ ৬ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনকে (আরেফিন মাতিন) রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ প্রদান করা হয়।

রোববার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তিনি তৃতীয় ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংশ্লিষ্ট দপ্তরের সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ‘নিয়োগ হওয়া ভিসিকে চারটি শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রদান করা হয়েছে। আর তার মেয়াদকাল চার বছর নির্ধারণ করা হয়। তবে তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এই নিয়োগ বাতিল করতে পারবেন’।

ভিসি নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিঞা জানান, আমরা আনন্দিত। সংকটময় মুহুর্তে ভিসি নিয়োগ না হলে আরও বড় ধরনের সমস্যায় পড়তো বরিশাল বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয়ায় শিক্ষার্থীদের টানা ৩৪ দিনের আন্দোলনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি এসএম ইমামুল হককে অপসারণ করা হয়।

এরপর থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ শূন্য ছিল। তবে ভিসি’র পদ শূন্য থাকায় ওই পদের রুটিন দায়িত্ব দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মাহবুব হাসান। কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সম্প্রতি তাকেও চলে যেতে হয়েছে।

কেএসটি
 

আরও পড়ুন