• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৪:৩৫ পিএম

কোটালীপাড়ায় হতদরিদ্রদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ

কোটালীপাড়ায় হতদরিদ্রদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ
কোটালীপাড়ায় হতদরিদ্রদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করছেন পৌর মেয়রসহ অন্য অতিথিরা  -  ছবি : জাগরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হতদরিদ্র ব্যক্তিদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার উনশিয়া গ্রামে কবি সুকান্ত একাডেমি চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও প্রভাতী সেবা সংস্থার বাস্তবায়নে ১৩ জন হতদরিদ্রের মাঝে ১৩টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়।

পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভ্যানগাড়ি বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ বক্তব্য দেন।

নতুন ভ্যানগাড়ি পেয়ে খুশি উনশিয়া গ্রামের হতদরিদ্র ফারুক শেখ। তিনি বলেন, আগে ভাড়ায়চালিত ভ্যানগাড়ি চালাতাম। এখন নিজের একটি ভ্যানগাড়ি হলো। আমি এখন এই ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালাতে পারব।

পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ বলেন, প্রভাতী সেবা সংস্থা ১৩টি হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে। এভাবে সমাজের বিত্তবানরা যদি নিজ নিজ এলাকায় দরিদ্রদের পাশে এসে দাঁড়ান, তাহলে স্বল্প সময়ের মধ্যে আমরা দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে পারব।

এনআই

আরও পড়ুন